প্রধান শিক্ষকের বাণী
যশোর জেলার কেশবপুর উপজেলার ৮ নং সুফলাকাটি ইউনিয়নের কানাইডাংগা গ্রামে অবস্থিত কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজো সুধী সমাজের নিকটে ব্যপক সমাদৃত। কানাইডাংগা গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল ১৯৮৩ সালে। বিবেকবান মানুষ গড়ার কারিগর হিসেবে মানবতার বিকাশ এবং সম্মুখী উন্নয়ন ও প্রগতিতে মননশীল, যুক্তিবাদী, কুসংস্কারমুক্ত, পরমত সহিষ্ণু, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, কর্মকুশল নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিদ্যালয়টি সামনেরদিকে এগিয়ে চলছে। এই অগ্রতার পিছনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক, পাথরাবাসী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ নিরলস সময় দিয়ে যাচ্ছেন।
শুভকামনায় আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ঐতিহ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে এই প্রত্যাশা করি সকলের কাছে।
মোঃ আব্দুস সবুর
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়
কানাইডাংগা, কেশবপুর, যশোর।